পাহাড়ে বসবাসকারীদের তালিকা নেই রেলওয়ের কাছে
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রেলওয়ের মালিকানাধীন নগরীর পাহাড়গুলোতে ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বসবাসরত লোকজনকে সরানো হচ্ছে। ভারী বর্ষণে পাহাড়ধসে প্রাণহানি ঠেকাতে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ অভিযানে নামছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।
সপ্তাহব্যাপী এ উচ্ছেদ অভিযানে পাহাড়গুলোয় ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বসবাস করা লোকজনকে সরানোর পাশাপাশি রেলওয়ের ভূমিতে অবৈধভাবে তৈরি করা স্থাপনাও উচ্ছেদ করা হবে বলে জানা গেছে।
এদিকে, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের কোন তালিকা রেলওয়ের কাছে নেই। পাহাড় ব্যবস্থাপনা কমিটির মাধ্যমেই এই তালিকা হওয়া উচিত বলে মনে করেন রেলওয়ের কর্মকর্তারা।
সূত্র জানায়, গত ২৪ জুন এক সভায় রেলওয়ের মালিকানাধীন পাহাড়ে ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বসবাসকারীদের সরানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় পাহাড় থেকে ঝুঁকিপূর্ণদের সরাতে বড় অভিযানের প্রস্তুতি নিয়েছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।
রোববার (১৪ জুলাই) সকাল ১০টায় নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে স্টেশন কলোনি সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে এই অভিযান শুরু হবে। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর সোমবার সকাল ১০টা থেকে নগরীর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার পাহাড় ও পরিবেশ অধিদপ্তর সংলগ্ন পাহাড়ের পাদদেশে উচ্ছেদ অভিযান শুরু হবে। তারপর মঙ্গলবার সকালে উচ্ছেদ অভিযান শুরু হবে টাইগারপাস এলাকার পাহাড়ের পাদদেশে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উচ্ছেদ অভিযান শুরু হবে। পাহাড়ের পাদদেশে মানুষ যেন ঝুঁকিপূর্ণভাবে বাস করতে না পারে- তা নিশ্চিত করা হবে।
সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি চট্টগ্রামের সভাপতি এডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, রেলওয়ের পাহাড়ে অবৈধ স্থাপনা তৈরিতে সংস্থার কতিপয় কর্মী জড়িত। অবৈধ স্থাপনা তৈরি থামাতে না পারলে উচ্ছেদ করে লাভ হবে না।