‘প্রধানমন্ত্রীর কমিউনিটি ক্লিনিক খুব পছন্দ’
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
স্বাস্থ্য ও পরিবার কন্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসির কমিউনিটি ক্লিনিক খুব পছন্দের । গোটা পৃথিবীর মানুষ কমিউনিটি ক্লিনিকের সেবাকে সম্মান করে।সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের স্থাপিত কমিউনিটি ক্লিনিক গুলো স্বাস্থ্য সেবার অগ্রণী ভুমিকা রাখছে।এথনে কমিউনিটি ক্লিনিকে ব্লাড পেসার, ডায়াবেবটিক চেক-অপ, গর্ভবতী নারীদের স্বাস্থ্য সেবায় সমস্য হলে উপজেলা ও জেলা হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন।অপনারা কমিউনিটি আসবেন যোগাযোগ লাখবেন।
শনিবার (১৩ জুরাই ) নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দীঘল ডাঙ্গী গ্রামে সঞ্জীব মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অথিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন; নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মানে জমি অধিগ্রহনের জঠিলতার সমস্যা সমাধান হয়েছে।অবিলম্বে মেডিকেল কলেজের নির্মাণ কাজ ও কার্যক্রমশুরু করা হবে।নীরফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হ্নদ রোগে আক্রান্ত রোগীদের জন্য আইসি ইউ (কার্ডিওলাজি) বিভাগের চিকিৎসা কার্যক্রম অচিরে চালু হবে।
এছাড়াও ৫০ শয্যার হাসপাতাল গুলো ১০০ ময্যায় উন্নীত বরা হবে। মন্ত্রী মালতী ক্লিনিকে নিজের বøাড প্রেসার ও ডায়াবেটিস চেক-অপ করেন।
স্বাস্থ্য ও পরিবার কন্যাণ মন্ত্রনালয়ের সচিব জাহাঙ্গীর াালম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.আবুল বাসার,নীলফামারী পুলিশ সুপার মোকবুল হোসেন,নীরফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ ও নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীরীগের সভাপতি আবুজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।