বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন স্কিমে যোগদান ২০২৫ সালে
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন স্কিমে যোগদান ২০২৫ সালের ১ জুলাই থেকে। তারা ওই বছর থেকে এই স্কিমের অন্তর্ভুক্ত হবেন।
শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
এ সময় ওবায়দুল কাদের বলেন, শিক্ষকদের অন্যান্য দাবি নিয়েও সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হবে। শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ করেছি।
এদিকে, বৈঠক শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে।
এর আগে, ৪ জুলাই ওবায়দুল কাদেরের সাথে শিক্ষকদের বৈঠক হওয়ার কথা ছিলো।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে কর্মবিরতি চালিয়ে আসছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
এদিকে, আন্দোলনের কারণে অচল হয়ে পড়েছে ক্যাম্পাস। এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও স্থগিত রয়েছে।