সিলেটে চতুর্থ দফায় বন্যার শষ্কা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
ভারী বৃষ্টি ও উজানের ঢল সিলেট জেলায় চতুর্থ দফা বন্যার শঙ্কা তৈরি করেছে। এরমধ্যে সুনামগঞ্জ তৃতীয় দফা বন্যার কবলে পড়েছে। ভারী বৃষ্টি শুরু হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এদিকে, আষাঢ় মাসের শেষ হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছরও অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। শুধু সিলেট নয়, দেশজুড়েই মুষলধারার বৃষ্টি হচ্ছে। ঢাকায় ৬ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার। এতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা ডুবে গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (১২ জুলাই) ১২ ঘন্টায় সিলেটে ৭১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিলো।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ফলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে সিলেটের সীমান্তবর্তী উপজেলার নদ-নদী গুলোতে পানি বৃদ্ধি পেয়েছে।
চতুর্থ ধাপে বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কিত সিলেটের মানুষ। এরমাঝে তৃতীয় দফার বন্যা শেষ হয়নি, নিবন্দী লাখ লাখ মানুষ । দুই মাস ধরে বিস্তীর্ণ এলাকা ডুবে আছে । এরমধ্যে আবারও ভারী বৃষ্টি ও ঢল ভাবিয়ে তুলেছে দুর্যোগ কবলিত সিলেটের মানুষকে।
এদিকে, বৃষ্টির প্রভাব শুধু বন্যায় নয়, প্রভাব পড়েছে জনজীবনেও। বাজার, নিত্যপণ্য, যানবাহনের ভাড়াসহ সব কিছুতে বৃষ্টির প্রভাব। যেন বিষিয়ে উঠেছে মানুষের জীবন।