এনবিআরের মতিউরের পরিবারের ১১৬টি অ্যাকাউন্ট ক্রোকের নির্দেশ
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের ১১৬টি ব্যাংক অ্যাকাউন্ট, দুই হাজার ৩৬৭ শতাংশ জমি ও চারটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন।
এর আগে চলতি মাসের ২ তারিখ বিকেলে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার সচিব খোরশেদা ইয়াসমিন জানিয়েছেন, ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার দুই স্ত্রী এবং সন্তানদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের হিসাব বিবরণীর জন্য নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২১ কর্মদিবসের মধ্যে এই হিসাব দিতে বলা হয়েছে।
মতিউর ছাড়া অন্যরা হলো- মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ এবং তার ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্নব, মেয়ে ফারজানা রহমান ইস্পিতা। এছাড়া তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলী।
দুদক সূত্রমতে, অবৈধ সম্পদ এবং ব্যাংক হিসাবের টাকার অনুসন্ধানে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ব্যাংক হিসাব থেকে টাকা সরানোর প্রমাণ মিলেছে। ব্যাংক হিসাব পর্যালোচনা করে দেয়া যায়, সেখানে মাত্র চার কোটি টাকা রয়েছে। আর ছাগলকাণ্ড নিয়ে হট্টগোলের মধ্যেই এসব হিসাব থেকে ৮ কেটি টাকা তুলে নেন মতিউর।
গত ৩০ জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত ক্রয়কৃত কোনো জমি আছে কিনা, তা জানতে ঢাকাসহ দেশের সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দেয় দুদক।