প্রশ্নফাঁসকান্ডে গ্রেফতার
হোটেলের শেয়ার বিক্রির ফাঁদ পেতেছিলেন আবেদ আলী
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
প্রশ্নফাঁসকান্ডে আলোচনায় আসা সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর আরও একটি প্রতারণা ফাঁস হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন হোটেল সান মেরিনার অংশিদার হিসেবে নিজেকে পরিচয় দেন। এনিয়ে তিনি নিজের ফেসবুক পেজে পোস্ট দেন। তাতে হোটেলের শেয়ার কেনার জন্য তার সাথে যোগাযোগের আহ্বান জানানো হয়।
যদিও হোটেল সান মেরিনার কাজ এখনো শুরুই হয়নি। তবে মেরিনার মালিকানার সাথে আবেদ আলীর কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। আবেদ আলীর প্রতারণার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছে সান মেরিনার মালিক লিবার্টি গ্রুপ।
পিএসসির আলোচিত সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী কুয়াকাটায় হোটেলের মালিকানা বিক্রির নামে মানুষের কাছ থেকে টাকা হাতানোর ফাঁদ পেতেছিলেন। কুয়াকাটায় তিন তারকা একটি হোটেল নিজের দাবি করে শেয়ার বিক্রির ঘোষণা দেন তিনি। এ ঘটনায় আবেদ আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে হোটেল কর্তৃপক্ষ।
এদিকে, প্রশ্ন ফাঁসের মামলায় গ্রেফতার পিএসসির সহকারী পরিচালক আবু জাফরের বিপুল সম্পদের খোঁজ মিলেছে।
এদিকে, প্রশ্নফাঁসের মামলায় গ্রেপ্তার পিএসসির উপপরিচালক আবু জাফরের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামে। তিনি বাড়িতে খুব একটা আসা-যাওয়া করতেন না। কলাগাছিয়ায় ৬০ শতক জমিতে একটি ডুপ্লেক্স বাড়ির তৈরি শুরু করেছেন তিনি।