সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে কলেজছাত্র
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
জয়পুরহাটের ক্ষেতলালে রাসেল ভাইপারের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক কলেজছাত্র। বুধবার (৩ জুলাই) রাতে উপজেলার মাজিয়াস্থল গ্রামে এ ঘটনা ঘটেছে।
সাপের কামড়ে হাসপাতালে ভর্তি মো. মোহন মন্ডল মাজিয়াস্থল গ্রামের আলম মন্ডলের ছেলে। সে বগুড়া শাহ সুলতান কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
এ বিষয়ে কলেজছাত্র মোহন মন্ডল বলেন, বুধবার (৩ জুলাই) রাতে আলো জ্বালিয়ে দেখি হাতে গায়ে ডোরা কাটা একটি সাপের বাচ্চা পেঁচিয়ে ধরে রয়েছে। এরপর সাপটিকে মেরে চিৎকার দেই। রাতভর কবিরাজি চিকিৎসা করায় পরিবার। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে শরীর খারাপ হওয়ায় মৃত সাপ নিয়ে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসি।
জেনারেল হাসপাতালের চিকিৎসক সিরাজুম মনিরা তামান্না এ বিষয়ে বলেন, বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে ক্ষেতলাল উপজেলার মোহন মন্ডল সাপের কামড়ানো এক রোগী মৃত সাপের বাচ্চা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসে। পরে জানতে পারি সে প্রথমে কবিরাজি চিকিৎসা নেয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে আসে।
জেলা সিভিল সার্জন ডা. রুহুল আমিন বলেন, সাপ নিয়ে আতঙ্ক নয়, সাপে কাটলে দ্রুত রোগীকে হাসপতালে ভর্তি করাতে হবে। সব হাসপাতালে সাপে কাটা রোগীর জন্য ভ্যাকসিন রয়েছে।