বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভে উত্তাল রাবি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
কোটা বিরোধী আন্দোলনে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। বৃষ্টির মধ্যেও ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করে তারা। এসময় যান চলাচল বন্ধ থাকে প্রায় দুই ঘণ্টা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল থেকেই শিক্ষার্থীরা রাবির মূল ফটকের সামনের মহাসড়কে অবস্থান নেন। প্রায় দুই ঘণ্টা অবস্থান শেষে মিছিল বের হয়ে কাজলা গেট হয়ে প্যারিস রোডে এসে শেষ হয়।
এদিকে অবস্থান নেওয়ার পরপর মুশলধারে বৃষ্টি নামে। বৃষ্টি উপেক্ষা করেই অবস্থান করেন তারা।
এসময় আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীরা বলেন, কোটা ব্যবস্থার সংস্কার না করা হলে আমরা সরকারকে বলতে চাই আরেকটা আঠারো আপনাদের জন্য অপেক্ষা করছে৷ আমাদের দেশটা যারা রক্ত দিয়ে স্বাধীন করেছেন সাংবিধানিকভাবেই তাদেরকে সেটার প্রতিদান দেওয়া হয়েছে।
আন্দোলনরত লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইউসুফ শরিফ বলেন, কোটার বৈষম্যের বিরুদ্ধে আমরা রাস্তায় অবস্থান নিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য সমাজ ব্যবস্থায় বাতিল করা হোক। আমরা চাই বৈষম্যমূলক নিয়োগ ব্যবস্থা বাতিল করা হোক।
আনোদালনে একাত্মতা প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান বলেন, সব মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের পরিবারকে আমরা সম্মান জানাই।