ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে ভোটে লড়ছেন ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ বুহস্পতিবার (৪ জুলাই)। নির্বাচনে ১৪ বছর পর লেবার পার্টির ক্ষমতায় ঠিরতে পারে। নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ বাংলাদেশি বংশোদ্ভূত রেকর্ড ৩৪ প্রার্থী অংশ নিয়েছেন।

বিবিসি জানিয়েছে, স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড মিলে যুক্তরাজ্যের ৬৫০টি সংসদীয় আসনে সাড়ে চার কোটি ভোটারের রায় নিতে এবার নির্বাচনে লড়ছেন সাড়ে চার হাজার প্রার্থী। এরমধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রয়েছেন ৩৪ জন। এরমধ্যে ৪ জন শেষ সংসদে এমপি ছিলেন। এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ ১৪ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ভোটে লড়েছিলেন।

এ বছর বিরোধী দল লেবার পার্টি থেকে ৮ জন নির্বাচন করছেন। ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে ৬ জন, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে লড়ছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন ১১ জন ব্রিটিশ বাংলাদেশি। এসব প্রার্থীকে ঘিরে যুক্তরাজ্যের ১০ লাখ ব্রিটিশ-বাংলাদেশির মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

হ্যাটট্রিক জয় পেতে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবার লড়ছেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে। ২০১৫ এবং ২০১৯ সালে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে এমপি হয়েছিলেন টিউলিপ। লেবার পার্টি ক্ষমতায় আসলে টিউলিপ বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ মন্ত্রী হয়ে ইতিহাস গড়তে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাজ্যে ভোটে লড়ছেন ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ বুহস্পতিবার (৪ জুলাই)। নির্বাচনে ১৪ বছর পর লেবার পার্টির ক্ষমতায় ঠিরতে পারে। নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ বাংলাদেশি বংশোদ্ভূত রেকর্ড ৩৪ প্রার্থী অংশ নিয়েছেন।

বিবিসি জানিয়েছে, স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড মিলে যুক্তরাজ্যের ৬৫০টি সংসদীয় আসনে সাড়ে চার কোটি ভোটারের রায় নিতে এবার নির্বাচনে লড়ছেন সাড়ে চার হাজার প্রার্থী। এরমধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রয়েছেন ৩৪ জন। এরমধ্যে ৪ জন শেষ সংসদে এমপি ছিলেন। এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ ১৪ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ভোটে লড়েছিলেন।

এ বছর বিরোধী দল লেবার পার্টি থেকে ৮ জন নির্বাচন করছেন। ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে ৬ জন, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে লড়ছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন ১১ জন ব্রিটিশ বাংলাদেশি। এসব প্রার্থীকে ঘিরে যুক্তরাজ্যের ১০ লাখ ব্রিটিশ-বাংলাদেশির মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

হ্যাটট্রিক জয় পেতে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবার লড়ছেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে। ২০১৫ এবং ২০১৯ সালে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে এমপি হয়েছিলেন টিউলিপ। লেবার পার্টি ক্ষমতায় আসলে টিউলিপ বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ মন্ত্রী হয়ে ইতিহাস গড়তে পারেন।