উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন সহিদুল ইসলাম
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
উপ নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমকি ইউনিয়ন ৪৯৪ এর সড়ক সম্পাদক সহিদুল ইসলাম সরকার।
বুধবার ( ৩ জুন) উপজেলা নির্বাচন অফিসে উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) ও রির্টানিং কর্মকর্তা হাবিবুর রহমানের নিকট চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় তার বড় ভাই দলিল লেখক সমিতির সভাপতি আমিনুল ইসলাম রানা সরকার, বিশিষ্ট ব্যবসায়ি মোতাহার হোসেন এবং নির্বাচনী সমর্থক, প্রস্তাবক, ও কর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৭ জুলাই (শনিবার) সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। গত ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল পদত্যাগ করে। ফলে আসনটি শূণ্য ঘোষণা করা হয়।
উপনির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৪ জুলাই। আর মনোনয়নপত্র বাছাই ৫ জুলাই।আপিল দায়ের ৬ জুলাই ও ৮ জুলাই। আপিল নিষ্পত্তি ১০ জুলাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই। প্রতিক বরাদ্দ হবে ১১ জুলাই (বৃহস্পতিবার)।