‘নেপাল-ভুটান যেতে ভারতের ট্রানজিট পেয়েছি’
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের ওপর দিয়ে নেপাল ও ভুটান যেতে বাংলাদেশ ট্রানজিট পেয়েছি। বুধবার (৩ জুলাই) চলতি বাজেট অধিবেশনের শেষ দিনে জাতীয় সংসদে দেয়া ভাষে তিনি এসব কথা জানান।
এ সময় প্রধানমন্ত্রী জানান, ভারতের সাথে রেলপথ সহযোগিতা আঞ্চলিক যোগাযোগের অংশ। কোনো একক দেশের সুবিধার জন্য নয়। ভারতকে যে সুবিধা দেয়া হয়েছে তাতে লাভবান হচ্ছে বাংলাদেশও।
তিনি আরও জানান, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রেখেই আওয়ামী লীগ সরকার ছিটমহল, সমুদ্রসীমাসহ নানা সমস্যা সমাধান করেছে। ভারতের সাথে রেলপথ সহযোগিতারও ব্যাখ্যা দেন সংসদ নেতা।
প্রধানমন্ত্রী বলেন, আমি ভারত থেকে আসতে পারলাম না, সেখানে বলা হলো কি, আমি নাকি দেশ বেঁচে দিয়ে এসেছি। সেই ভাঙা রেকর্ডই আবার বাজাতে শুরু করল।’
বিএনপির সমালোচনা করে সংসদ নেতা বলেন, আমাদের বাজারটাকে ভারতের বাজারে উন্মুক্ত করে দিয়েছিলো জিয়াউর রহমান। ১৯৮০ সালে তিনি গ্যাস বিক্রির চুক্তিও করে আসেন। সেই সাথে ৯২ সালে খালেদা জিয়া, সে যখন প্রধানমন্ত্রী। সে গেলো ভারতে, কিন্তু সেটা খালেদা জিয়া স্বীকার করে এসেছিলো।
প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের বড় অংশ জুড়েই ছিলো আশ্রয়ন প্রকল্প প্রসঙ্গ। এদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না বলে আবারও ঘোষণা দেন তিনি।