সংবাদ শিরোনাম ::
বেনজীর ও তার স্ত্রী-সন্তানের সম্পদের হিসাব চায় দুদক
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২ জুলাই) সংস্থার প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে ২১ কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে বলা হয়।
নোটিশগুলোতে বলা হয়, প্রাপ্ততথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের বিশ্বাস, আপনারা জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদে র মালিক হয়েছেন।যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন।
এই আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে অথবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নেবে।