কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ, অচল শাহবাগ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলসহ ৪ দফা দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে তারা।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মিছিলটি এক পর্যায়ে নীলক্ষেতে আসে। এরপর নিউমার্কেট, সায়েন্সল্যাব ও বাটা সিগনাল হয়ে শাহবাগ যায় মিছিলটি। দাবি আদায় না হাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
চলতি বছরের ৫ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। এই বিষয়ে জারি করা রুল ‘যথাযথ’ ঘোষণা করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
হাইকোর্টের এ রায় প্রত্যাখ্যান করে একইদিন বিকেলে আন্দোলন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর পরদিন একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী।