ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

একটি সেতুর অভাবে দুর্ভোগ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর জেলার সদরপুর ও ভাঙ্গা উপজেলার সীমানা সংলগ্ন ভাঙ্গা উপজেলার দরগাবাজার ঘাটে আড়িয়াল খাঁ নদে একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে খেয়া দিয়ে চলাচল করছে। এতে করে যেমন গুনতে হচ্ছে বাড়তি অর্থ, আবার নষ্ট হচ্ছে সময়ও। বেশি সমস্যায় পরছে শিক্ষার্থী ও কৃষকরা।

সদরপুর উপজেলার চরমানাইর ও চরনাছিরপুর এবং ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের মানুষের একটাই প্রাণের দাবি, দরগাবাজার ট্রলার ঘাটে একটি সেতু নির্মাণ করা হোক।

এই ইউনিয়নগুলো নদের কারণে উপজেলা থেকে বিচ্ছিন্ন হওয়ায় এখানে প্রতিনিয়ত বাড়ছে মাদক, জুয়া, চুরি ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড। সরেজমিনে দেখা যায়, এ সেতুটি নির্মিত হলে সদরপুর ও ভাঙ্গা উপজেলার সাথে সরাসরি সড়ক পথে যুক্ত হতে পারবে এই চরাঞ্চলটি। ফলে স্বাস্থ্য সেবা, আইনি সেবা, ফায়ারসার্ভিস সেবাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা লাভ করবে এখানকার মানুষ।

বর্তমান সরকারের আমলে চারদিক উন্নয়নের জোয়ার থাকলেও অবহেলিত থেকে যাচ্ছে ভাঙ্গা ও সদরপুরের চরাঞ্চলের মানুষেরা। উন্নয়নের সোপানে একটি মাত্র ব্রিজ পরিবর্তন করে দিতে পারে এই দু’টি উপজেলার হাজারো মানুষের ভাগ্য। এখানে ব্রিজ হলে বাড়তি ট্রলার ভাড়া না গুনেই সহজেই স্কুল-কলেজে যেতে পারবে শিক্ষার্থীরা। পাশাপাশি এই অঞ্চলের উৎপাদিত কৃষিপন্য বাজারজাত করতে ভোগান্তিতে পরতে হবে না কৃষকদের। শুধু তাই নয় এই অঞ্চলের সড়ক ব্যবহার করে সদরপুর ও ভাঙ্গার অনেক যাত্রী পদ্মাসেতু হয়ে কম সময়ে ঢাকা যাতায়াত করতে পারবে।

ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর খান বলেন, এ সেতুটি নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ব্যাপারে ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখানে একটি ব্রিজ নির্মাণ করে চরাঞ্চলবাসীর মুখে হাসি ফোটাবেন এমনটাই আশা করছেন সদরপুর ও ভাঙ্গা উপজেলার সর্বস্থরের জনসাধারণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একটি সেতুর অভাবে দুর্ভোগ

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

ফরিদপুর জেলার সদরপুর ও ভাঙ্গা উপজেলার সীমানা সংলগ্ন ভাঙ্গা উপজেলার দরগাবাজার ঘাটে আড়িয়াল খাঁ নদে একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে খেয়া দিয়ে চলাচল করছে। এতে করে যেমন গুনতে হচ্ছে বাড়তি অর্থ, আবার নষ্ট হচ্ছে সময়ও। বেশি সমস্যায় পরছে শিক্ষার্থী ও কৃষকরা।

সদরপুর উপজেলার চরমানাইর ও চরনাছিরপুর এবং ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের মানুষের একটাই প্রাণের দাবি, দরগাবাজার ট্রলার ঘাটে একটি সেতু নির্মাণ করা হোক।

এই ইউনিয়নগুলো নদের কারণে উপজেলা থেকে বিচ্ছিন্ন হওয়ায় এখানে প্রতিনিয়ত বাড়ছে মাদক, জুয়া, চুরি ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড। সরেজমিনে দেখা যায়, এ সেতুটি নির্মিত হলে সদরপুর ও ভাঙ্গা উপজেলার সাথে সরাসরি সড়ক পথে যুক্ত হতে পারবে এই চরাঞ্চলটি। ফলে স্বাস্থ্য সেবা, আইনি সেবা, ফায়ারসার্ভিস সেবাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা লাভ করবে এখানকার মানুষ।

বর্তমান সরকারের আমলে চারদিক উন্নয়নের জোয়ার থাকলেও অবহেলিত থেকে যাচ্ছে ভাঙ্গা ও সদরপুরের চরাঞ্চলের মানুষেরা। উন্নয়নের সোপানে একটি মাত্র ব্রিজ পরিবর্তন করে দিতে পারে এই দু’টি উপজেলার হাজারো মানুষের ভাগ্য। এখানে ব্রিজ হলে বাড়তি ট্রলার ভাড়া না গুনেই সহজেই স্কুল-কলেজে যেতে পারবে শিক্ষার্থীরা। পাশাপাশি এই অঞ্চলের উৎপাদিত কৃষিপন্য বাজারজাত করতে ভোগান্তিতে পরতে হবে না কৃষকদের। শুধু তাই নয় এই অঞ্চলের সড়ক ব্যবহার করে সদরপুর ও ভাঙ্গার অনেক যাত্রী পদ্মাসেতু হয়ে কম সময়ে ঢাকা যাতায়াত করতে পারবে।

ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর খান বলেন, এ সেতুটি নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ব্যাপারে ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখানে একটি ব্রিজ নির্মাণ করে চরাঞ্চলবাসীর মুখে হাসি ফোটাবেন এমনটাই আশা করছেন সদরপুর ও ভাঙ্গা উপজেলার সর্বস্থরের জনসাধারণ।