মাওয়া যাবেন প্রধানমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর কাজের ‘ক্লোজিং’ উপলক্ষে শুক্রবার (৫ জুলাই) মাওয়া যাবেন। পদ্মা সেতুর নির্মাণ কাজে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবে ওই প্রতিষ্ঠানগুলো কর্মীরা। তাদের বিয়াদী অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
এদিকে, লৌহজং উপজেলা আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ধিত সভা করেছে। সোমবার (১ জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ জুলাই পদ্মা সেতু কাজের ক্লোজিং উপলক্ষে সুধী সমাবেশে ভাষণ দেবেন। সভায় ৫০ হাজার লোক সমাগমের প্রস্তুতি নেয়া হচ্ছে।
লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ওসমান গণি তালুকদারের সভাপতিত্বে সভায় সভায় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফাজ্জল হোসেন তপন, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, জাকির হোসেন বেপারী, বিএম শোয়েব, এম ইদ্রিস আলী প্রমুখ।