ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রীত্ব ফিরে পেতে পারেন টিউলিপ!   পলাশবাড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় নিত্যপণ্যের বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ গাইবান্ধা প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করতে যশোরে এসপির অভিযান টাঙ্গাইলের চরাঞ্চলে মেধাবী ছাত্র ছাত্রীদের সম্মাননা ও ফ্রি মেডিকেল ক্যাম্প  টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবিগঞ্জের পুলিশ সুপার রেজাউল হক খানকে বিদায় সংবর্ধনা সংসদের মেয়াদ চার বছর, দু’বারের বেশি প্রধানমন্ত্রী নয় চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

২০২৪- ২৫ অর্থবছরের বাজেট পাস

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব অর্থনৈতিক মন্দা সফলভাবে মোকাবলা করে চলমান উন্নয়ন বজায় রাখা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য সামনে রেখে ২০২৪- ২৫ অর্থবছরের জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে ।

এর আগে গত ৬ জুন জাতীয় সংসদে ‘ টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা ’ শ্লোগান সম্বলিত এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ।

রোববার( ৩০ জুন) বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীগণ সংশ্লি ¬ ষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন । এই মজ্ঞুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয় ।

এসব মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধীদলের ৬ জন এমপি মোট ২৫১টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন । এরমধ্যে আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় খাতে তিনটি মজ্ঞুরী দাবিতে আনীত ছাঁটাই প্রস্তাবের ওপর স্বতন্ত্র ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন । পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায় ।

ছাঁটাই প্রস্তাবে আলোচনা করেন স্বতন্ত্র সদস্য হামিদুল হক খন্দকার, আবুল কালাম, পংকজ নাথ, নাসের শাহরিয়ার জাহেদী ও জাতীয় পার্টির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, ।

এরপর এমপিরা টেবিল চাপড়িয়ে নির্দিষ্টকরণ বিল- ২০২৪ পাসের মাধ্যমে ২০২৪- ২৫ অর্থবছরের বাজেট অনুমোদন করেন ।
এর আগে গতকাল ২৯ জুন সংসদে অর্থ বিল- ২০২৪ পাসের মাধ্যমে বাজেটের আর্থিক ও কর প্রস্তাব সংক্রান্ত বিধি- বিধান অনুমোদন করা হয় ।

এদিকে ২০২৪- ২৫ অর্থ বছরের বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে ব্যয় ধরা হয় চার লাখ ৬৮ হাজার ৯৮৩ কোটি টাকা । বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেয়া হয় ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা ।

বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা । এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে আয় ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা এবং অন্যান্য সূত্র থেকে কর রাজস্ব ধরা হয়েছে ৬১ হাজার কোটি টাকা । এর মধ্যে এনবিআর বহির্ভূত ১৫ হাজার কোটি টাকা কর ব্যতিত প্রাপ্তি ৪৬ হাজার কোটি টাকা ।

সামগ্রিক বাজেট ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা দেখানো হয়েছে । যা জিডিপি’র ৪ দশমিক ৬ শতাংশ । ২০২৩- ২৪ অর্থ বছরের বাজেটে ঘাটতি ছিল জিডিপি’র ৫ দশমিক ২ শতাংশ ।

এ ঘাটতি অর্থায়নে বৈদেশিক ঋণ থেকে ৯৫ হাজার ১শ ’ কোটি টাকা, অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ৬০ হাজার ৯শ ’ কোটি টাকা আহরণ করা হবে । বৈদেশিক ঋণের মধ্যে ঋণ পরিশোধ খাতে ৩৬ হাজার ৫শ ’ কোটি রাখা হয়েছে । অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে এক লাখ ৩৭ হাজার ৫শ ’ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ১৫ হাজার ৪শ ’ কোটি টাকা, ব্যাংক বহির্ভূত উৎস থেকে ২৩ হাজার ৪শ ’ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আট হাজার কোটি টাকা সংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০২৪- ২৫ অর্থবছরের বাজেট পাস

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

বিশ্ব অর্থনৈতিক মন্দা সফলভাবে মোকাবলা করে চলমান উন্নয়ন বজায় রাখা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য সামনে রেখে ২০২৪- ২৫ অর্থবছরের জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে ।

এর আগে গত ৬ জুন জাতীয় সংসদে ‘ টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা ’ শ্লোগান সম্বলিত এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ।

রোববার( ৩০ জুন) বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীগণ সংশ্লি ¬ ষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন । এই মজ্ঞুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয় ।

এসব মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধীদলের ৬ জন এমপি মোট ২৫১টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন । এরমধ্যে আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় খাতে তিনটি মজ্ঞুরী দাবিতে আনীত ছাঁটাই প্রস্তাবের ওপর স্বতন্ত্র ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন । পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায় ।

ছাঁটাই প্রস্তাবে আলোচনা করেন স্বতন্ত্র সদস্য হামিদুল হক খন্দকার, আবুল কালাম, পংকজ নাথ, নাসের শাহরিয়ার জাহেদী ও জাতীয় পার্টির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, ।

এরপর এমপিরা টেবিল চাপড়িয়ে নির্দিষ্টকরণ বিল- ২০২৪ পাসের মাধ্যমে ২০২৪- ২৫ অর্থবছরের বাজেট অনুমোদন করেন ।
এর আগে গতকাল ২৯ জুন সংসদে অর্থ বিল- ২০২৪ পাসের মাধ্যমে বাজেটের আর্থিক ও কর প্রস্তাব সংক্রান্ত বিধি- বিধান অনুমোদন করা হয় ।

এদিকে ২০২৪- ২৫ অর্থ বছরের বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে ব্যয় ধরা হয় চার লাখ ৬৮ হাজার ৯৮৩ কোটি টাকা । বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেয়া হয় ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা ।

বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা । এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে আয় ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা এবং অন্যান্য সূত্র থেকে কর রাজস্ব ধরা হয়েছে ৬১ হাজার কোটি টাকা । এর মধ্যে এনবিআর বহির্ভূত ১৫ হাজার কোটি টাকা কর ব্যতিত প্রাপ্তি ৪৬ হাজার কোটি টাকা ।

সামগ্রিক বাজেট ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা দেখানো হয়েছে । যা জিডিপি’র ৪ দশমিক ৬ শতাংশ । ২০২৩- ২৪ অর্থ বছরের বাজেটে ঘাটতি ছিল জিডিপি’র ৫ দশমিক ২ শতাংশ ।

এ ঘাটতি অর্থায়নে বৈদেশিক ঋণ থেকে ৯৫ হাজার ১শ ’ কোটি টাকা, অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ৬০ হাজার ৯শ ’ কোটি টাকা আহরণ করা হবে । বৈদেশিক ঋণের মধ্যে ঋণ পরিশোধ খাতে ৩৬ হাজার ৫শ ’ কোটি রাখা হয়েছে । অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে এক লাখ ৩৭ হাজার ৫শ ’ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ১৫ হাজার ৪শ ’ কোটি টাকা, ব্যাংক বহির্ভূত উৎস থেকে ২৩ হাজার ৪শ ’ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আট হাজার কোটি টাকা সংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে ।