সংবাদ শিরোনাম ::
রিয়াজউদ্দিন বাজারের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ হয়ে নিহত ৩
চট্টগ্রাম ব্যরো
- সংবাদ প্রকাশের সময় : ১১:০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের । আহত হয়েছেন নারীসহ কয়েকজন । নিহতরা হলো-রিদুয়ান, সাহেদ , ইরফান ।
এর আগে বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১টা ৪০ মিনিটের দিকে রিয়াজউদ্দিন বাজারে আগুন লাগে। ৮ তলা বিশিষ্ট রিজোয়ান কমপ্লেক্সের দোতলার একটি মোবাইলের দোকান থেকে আগুনের সূত্রপাত। আহতদের পরিচয় সনাক্ত করা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক শুক্রবার (২৮ জুন) সকালে বলেন, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।ৎ