নারীর চেয়ে অবিবাহিত পুরুষ বেশি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে পুরুষের সংখ্যা ৪৫ লাখ ৭০ হাজার ১১৩। আর নারীর সংখ্যা ৪৫ লাখ ৯৮ হাজার ৯২৬ জন। ২৬.৫২ শতাংশ অবিবাহিত নারীর বিপরীতে পুরুষের হার ৪২.৪৩ শতাংশ। আবার নারীর চেয়ে অবিবাহিত পুরুষের সংখ্যা বেশি।
এই তথ্য জেলা পরিসংখ্যান কার্যালয়ের জনশুমারি ও গৃহগনণা ২০২২ এর রিপোর্ট থেকে জানা গেছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এই রিপোর্ট উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. ওয়াহিদুর রহমান।
তথ্যনুযায়ী, চট্টগ্রাম জেলায় মোট জনসংখ্যা ১৫ লাখ ৫৩ হাজার বেড়ে ৯১ লাখ ৬৯ হাজার ৪৬৫ জন। এরমধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। তবে স্বাক্ষরতায় এগিয়ে পুরুষ। তাদের সাক্ষরতার হার ৮২.৮৮ শতাংশ। আর নারীর ৭৯.২৬ শতাংশ।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. ওয়াহিদুর রহমান জানান, চট্টগ্রামে ২০২২ সালে ১৪ জুন পর্যন্ত জনসংখ্যা ছিলো ৯১ লাখ ৬৯ হাজার ৪৬৫ জন। এরমধ্যে পল্লী অঞ্চলে জনসংখ্যা ছিলো ৪২ লাখ ৮৪ হাজার ২৪৯ জন। আর শহরাঞ্চলে জনসংখ্যা ছিলো ৪৮ লাখ ৮৫ হাজার ২১৬ জন।
চট্টগ্রামে প্রতি বর্গ কিলোমিটারে ১৭৩৬ জন বসবাস করেন। যা ২০১১ সালে ছিলো ১৪৪২ জন। চট্টগ্রাম জেলায় জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার এক দশমিক ৬৫ শতাংশ। যা ২০১১ সালে ছিলো এক দশমিক ৪০ শতাংশ।
চট্টগ্রামে মুসলিম জনসংখ্যা ৮৭ দশমিক ৫৩ শতাংশ। আর হিন্দু জনসংখ্যা ১০.৭২ শতাংশ। ১.৬৩ শতাংশ বৌদ্ধ জনসংখ্যা। জেলায় অবিবাহিত নারীর চেয়ে পুরুষে সংখ্যাই বেশি। নারী ২৬.৫২ শতাংশের বিপরীতে পুরুষ ৪২.৪৩ শতাংশ। এদিকে, পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। প্রতি ১০০ জন নারীর অনুপাতে পুরুষের সংখ্যা ৯৯.৩৭ শতাংশ। চট্টগ্রামে পুরুষের সংখ্যা ৪৫ লাখ ৭০ হাজার ১১৩। অঅর নারীর ৪৫ লাখ ৯৮ হাজার ৯২৬ জন। আর হিসেব মতে চট্টগ্রামে ২৮ হাজার ৮১৩ নারী বেশি।
চট্টগ্রাম জেলায় ১৫-২৪ বছর বয়সী প্রায় ৩০.৩৮ শতাংশ তরুণ-তরুণী পড়ালেখা বা কোনো কার্যক্রমে যুক্ত নেই। এর মধ্যে নারীর সংখ্যা ৪৬.৬২ শতাংশ। আর পুরুষের সংখ্যা ১২.১৬ শতাংশ।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব দেব দুলাল ভট্টাচার্য্যের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চন্দন কুমার পোদ্দার। এছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।