ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ওহিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত যশোরে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রাখার প্রতিবাদে মানববন্ধন শরণখোলায় কর ও সেবা মেলা অনুষ্ঠিত রংপুর রাইডার্স ঘুরে এসেছে নিজেদের রংপুর লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক চাপায় নিহত দুই: গাড়ি ভাঙচুর,পুলিশের ওপর হামলা বাগেরহাটে পেশাদার তিন গরুচোর গ্রেপ্তার, ৪টি গরু উদ্ধার নড়াইলের আমাদা কলেজে ষষ্ঠ-বার্ষিকী পিঠা উৎসব অনুষ্ঠিত আটঘরিয়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন  জয়পুরহাটে আগাম জাতের আলুর বাজারে নায্য দাম না পাওয়ায় হতাশ কৃষক  নতুন পোশক পেলো পুলিশ, র‍্যাব ও আনসার

নেশার টাকা জোগাড় করতেই তপুকে অপহরণ ও হত্যা

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীর চাঞ্চল্যকর কিশোর তপু (১৪) হত্যার সাথে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত চাকু ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেনন পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো- জয়নাল আবেদীন জয় (২০) এবং ঈসা খালাশি (১৯)। সোহেল নামে আরেক আসামি পলাতক রয়েছে। নিহত তপু মশুরিয়াপাড়ার আবুল কাশেমের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছেন, চলতি বছরের ১৫ জুন দুপুরে ঈশ্বরদীর মশুরিয়া কলেজপাড়ার তপু বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর অপহরণকারী তপুর ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে তপুর বাবাকে ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সাাত হাজার টাকা দেয়ার পরো তপুর খোঁজ মেলেনি। এরপর তপুর মা বাদী হয়ে থানায় নিখোঁজের জিডি করেন। পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত সন্দেহে মূল আসামিদের শনাক্ত করা হলেও ভিকটিমকে পাওয়া যাচ্ছিলো না।

পরে গত ২২ জুন মশুরিয়াপাড়ার অরন্য ছাত্রাবাসের তৃতীয় তলায় একটি টিনের ট্যাংক থেকে তপুর অর্ধগলিত রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পালানোর সময় পাবনা বাসস্ট্যান্ড থেকে প্রধান অভিযুক্ত জয়কে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী তপুর বাড়ি ছাত্রাবাসের পাশে হওয়ায় একসাথে ফ্রি-ফায়ার গেম খেলতো। এমনকি আড্ডা দিতে ও ধূমপান করতো। জয় ইতোপূর্বে আতাইকুলা থানার একটি হত্যা মামলার আসামি। তার মামলার খরচ, ছাত্রাবাসের খরচ এবং মাদক সেবনের জন্য টাকার প্রয়োজন হওয়ায় সোহেল ও ঈসার সাথে অপহরণের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী কৌশলে তপুকে ছাত্রাবাসে ডেকে এনে জিম্মি করে। তপু আতঙ্কে চিৎকার শুরু করলে তারা চাকু দিয়ে হত্যা করে। এরপর বেল্ট দিয়ে তার হাত বেঁধে একটি ট্যাংকে ভরে রাখে।

পরে আসামি জয় ভিকটিমের ব্যবহৃত মোবাইলফোন দিয়ে তার বাবার কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করে। এছাড়াও আসামিরা ঘটনা আড়াল করতে নানা কৌশল অবলম্বন করে। কিন্তু গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের শনাক্ত করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেশার টাকা জোগাড় করতেই তপুকে অপহরণ ও হত্যা

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

পাবনার ঈশ্বরদীর চাঞ্চল্যকর কিশোর তপু (১৪) হত্যার সাথে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত চাকু ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেনন পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো- জয়নাল আবেদীন জয় (২০) এবং ঈসা খালাশি (১৯)। সোহেল নামে আরেক আসামি পলাতক রয়েছে। নিহত তপু মশুরিয়াপাড়ার আবুল কাশেমের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছেন, চলতি বছরের ১৫ জুন দুপুরে ঈশ্বরদীর মশুরিয়া কলেজপাড়ার তপু বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর অপহরণকারী তপুর ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে তপুর বাবাকে ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সাাত হাজার টাকা দেয়ার পরো তপুর খোঁজ মেলেনি। এরপর তপুর মা বাদী হয়ে থানায় নিখোঁজের জিডি করেন। পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত সন্দেহে মূল আসামিদের শনাক্ত করা হলেও ভিকটিমকে পাওয়া যাচ্ছিলো না।

পরে গত ২২ জুন মশুরিয়াপাড়ার অরন্য ছাত্রাবাসের তৃতীয় তলায় একটি টিনের ট্যাংক থেকে তপুর অর্ধগলিত রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পালানোর সময় পাবনা বাসস্ট্যান্ড থেকে প্রধান অভিযুক্ত জয়কে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী তপুর বাড়ি ছাত্রাবাসের পাশে হওয়ায় একসাথে ফ্রি-ফায়ার গেম খেলতো। এমনকি আড্ডা দিতে ও ধূমপান করতো। জয় ইতোপূর্বে আতাইকুলা থানার একটি হত্যা মামলার আসামি। তার মামলার খরচ, ছাত্রাবাসের খরচ এবং মাদক সেবনের জন্য টাকার প্রয়োজন হওয়ায় সোহেল ও ঈসার সাথে অপহরণের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী কৌশলে তপুকে ছাত্রাবাসে ডেকে এনে জিম্মি করে। তপু আতঙ্কে চিৎকার শুরু করলে তারা চাকু দিয়ে হত্যা করে। এরপর বেল্ট দিয়ে তার হাত বেঁধে একটি ট্যাংকে ভরে রাখে।

পরে আসামি জয় ভিকটিমের ব্যবহৃত মোবাইলফোন দিয়ে তার বাবার কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করে। এছাড়াও আসামিরা ঘটনা আড়াল করতে নানা কৌশল অবলম্বন করে। কিন্তু গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের শনাক্ত করে।