সংবাদ শিরোনাম ::
মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সে রামু সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত তাওহীদ বাবু শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা প্রবাসী লুৎফুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আজিজুল বারী।
জানা গেছে, মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাবু মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যাচ্ছিলো। সে জোয়ারিয়ানালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষ হয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আজিজুল বারী এর সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোয়ারিয়ানালা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মোটরসাইকেল ও সিএনজিটি জব্দ করা হয়েছে।