ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো তিনমাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ শিয়ালমারা এলাকার মৃত সাদেকুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবু জানান, ২০২১ সালের ২১ সেপ্টেম্বর রাতে শিবগঞ্জ উপজেলা বালিয়াদিঘী এলাকায় অভিযান চালায় ৫৯ বিজিবি। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৯৫০ গ্রাম হেরোইনসহ রুহুল আমিনকে আটক করে। এসময় তিনজন পালিয়ে যায়। এ ঘটনায় ৫৯ বিজিবির হাবিলদার মো.আব্দুল আলিম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম ২০২১ সালের ২২ অক্টোবর রুহুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো তিনমাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ শিয়ালমারা এলাকার মৃত সাদেকুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবু জানান, ২০২১ সালের ২১ সেপ্টেম্বর রাতে শিবগঞ্জ উপজেলা বালিয়াদিঘী এলাকায় অভিযান চালায় ৫৯ বিজিবি। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৯৫০ গ্রাম হেরোইনসহ রুহুল আমিনকে আটক করে। এসময় তিনজন পালিয়ে যায়। এ ঘটনায় ৫৯ বিজিবির হাবিলদার মো.আব্দুল আলিম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম ২০২১ সালের ২২ অক্টোবর রুহুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।