রাসেলস ভাইপার দেখলেই কল করুন হেল্পলাইনে
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে বরং জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করার আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একবিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব এলাকায় রাসেল ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জনসচেতনায় কাজ করারও নির্দেশনা দেয়া হয়। জনসাধারণকে লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকা, গর্তের মধ্যে হাত-পা না ঢুকানোর পরামর্শ দেয়া হয়েছে।
বাড়ির চারপাশ পরিস্কার ও আবর্জনামুক্ত রাখা, পতিত গাছ, জ্বালানী লাকড়ি, খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করার জন্য আহ্বান জানানো হয় বিঞ্জপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাসেলস ভাইপার বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৬ (১) ধারা অনুযায়ী সংরক্ষিত প্রাণী।
প্রাণীটি ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে। তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সাপের বিষ থেকে অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয়। তাই এই সাপ মারা দণ্ডনীয় অপরাধ।
এ কারণে সাপ মারা থেকে বিরত থাকা এবং সাপ উদ্ধার করতে প্রয়োজনে জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করে বা নিকটস্থ বন বিভাগের অফিসকে অবহিত করার আহ্বান করা হয়।
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নির্দেশনায় এরমধ্যে বাংলাদেশ বন বিভাগ রাসেলস ভাইপার আতঙ্ক নিরোসনে নানান কার্যক্রম পালন করে আসছে।