সংবাদ শিরোনাম ::
চায়ের দোকানে জুয়ার আসর, ৬ জুয়াড়ি গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকান থেকে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২০ জুন) গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-আব্দুর রাজ্জাক (৩৫) ,নুর আলম (৪৩), আলাউদ্দিন খোপ্পা (২৮), মো. সোহেল (৩০), মোহাম্মদ রহিম (৩৪) ও আনিসুর রহমান (৪০)।
জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ জুন) গভীর রাতে উপজেলার রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকানে জুয়ার আসরে অভিযান চালায়। এসময় ৬ জুয়াড়িকে আটক করা হয়। জব্দ করা হয় এক বান্ডেল তাস ও নগদ ২ হাজার ৯২০ টাকা।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।