বজ্রপাতে মারা গেলো ৩টি গরু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
বরগুনার আমতলীতে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনটি গরু আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের দুই চাচাতো ভাই মিরন মৃধা ও হেলাল মৃধা আকাশে মেঘ করে বজ্রবৃষ্টি শুরু হলে তাদের গরুগুলো গোয়াল ঘরের মধ্যে বেঁধে রাখে। দুপুরে হঠাৎ বিকট শব্দে গোয়াল ঘরের পাশে থাকা একটি গাছের উপড় বজ্রপাত পড়ে। এতে গোয়াল ঘরে থাকা মিরন মৃধার দ’টি ও হেলাল মৃধার একটি তিটি গরু মারা যায়। গোয়াল ঘরে থাকা আরও তিনটি গরু আহত হয়েছে। বৃষ্টি শেষে গরুর মালিকরা গোয়াল ঘরে গিয়ে গরু তিনটিকে মৃত অবস্থায় দেখতে পায়।
স্থানীয় বাসিন্দা শাহিন হাওলাদার বলেন, বজ্রপাতে তিনটি গরুর মৃত্যুর ঘটনায় দরিদ্র দুই ভাইয়ের বড় ধরনের ক্ষতি হয়ে গেলো। গরু তিনটির আনুমানিক বাজারমূল্য এক লাখ ৮০ হাজার টাকা।
নিহত গরুর মালিক মিরন মৃধা বলেন, বজ্রপাতে গুরগুলো মারা যাওয়ায় আমি নি:স্ব হয়েে গেছি।
হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, বজ্রপাতে দুই কৃষকের তিনটি গরুর মৃত্যু খবর শুনেছি।