গ্রীষ্মকালীন ছুটি কমলো, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নতুন তারিখ ঘোষণা
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি বছরের গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে। আগামী ২৬ জুন থেকে স্কুল-কলেজ ও মাদরাসা খুলবে। এদিন থেকে শুধু নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।
বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
তিনি জানিয়েছেন, আগামী ২ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ছিলো। তা কমানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৬ জুন (বুধবার) থেকে সব স্কুল, কলেজ ও মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হবে।
এবছর ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয় ১৩ জুন। যা চলার কথা ছিলো ২ জুলাই পর্যন্ত। এবছর গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমতে পারে। এমন ইঙ্গিত দেওয়া হয়েছিলো।
ছুটি সংক্ষিপ্ত করার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় বলছে-পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখায় কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে।