পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জন নিহত
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন রোহিঙ্গা নাগরিক ও একজন স্থানীয়। বুধবার (১৯ জুন) ভোরে এই ঘটনা ঘটেছে।
কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসু দ্দৌজা নয়ন জানান, অতি বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে ৩ জন, ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে ৪ জন, ৮ ইস্ট রোহিঙ্গা শিবিরে একজন এবং ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে একজন স্থানীয় জনগোষ্ঠীর মানুষ মারা গেছে।
কক্সবাজার ফায়ারসার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক অতীশ চাকমা এ বিষয়ে জানান, রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে নিহতদের মরদেহ ভোরের সময় উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দ্যোগ গ্রহন করেছে। পাহাড় ও ঢালুর আশে পাশে ঝুকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে চলে আসার আহবান জানানো হয়েছে।