বিএনপি নেতা শরীফ উদ্দিনকে সংবর্ধনা
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনিত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকালে গোদাগাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. বেদারউদ্দীন বিদ্যুৎ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিমুসসান উজ্বলের সঞ্চালনায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনকে গোদাগাড়ী ও তানোর উপজেলা, গোদাগাড়ী, কাকনহাট, তানোর ও মুন্ডমালা পৌরসভা ৬টি ইউনিটের বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়। এছাড়াও গোদাগাড়ী উপজেলার ৯ টি ইউনিয়নের বিএনপির নেতাকমিরা ফুলের তোড়া ও মালা দিয়ে সংবর্ধনা দেয়।
সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন তার রাজনৈতিক জীবন নিয়ে বক্তব্য রাখেন। তাকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনিত করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আরও বক্তব্য রাখেন-তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক আহবায়ক মেসের আলী, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সদর উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র আনোয়ারুল ইসলাম, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, মুন্ডমালা পৌর বিএনপির সদস্য সচিব ফিরোজ কবির, তানোর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্ত্তুজা ও সদস্য সচিব শরীফ মুন্সী।