ঢাকা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে জঙ্গি হামলার তথ্য নেই, বললেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঈদ জামাত ঘিরে কোনো ধরনের জঙ্গি তৎপরতার তথ্য নেই। এরপরও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব বিষয় বিবেচনায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে রোববার (১৬ জুন) ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে রাজধানীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকায় মুসলিম দেশের কূটনীতিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ঈদ জামাত আদায় করবেন। ঈদগাহ মাঠে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার মো. আশরাফুজ্জামান, সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ও পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদে জঙ্গি হামলার তথ্য নেই, বললেন ডিএমপি কমিশনার

সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঈদ জামাত ঘিরে কোনো ধরনের জঙ্গি তৎপরতার তথ্য নেই। এরপরও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব বিষয় বিবেচনায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে রোববার (১৬ জুন) ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে রাজধানীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকায় মুসলিম দেশের কূটনীতিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ঈদ জামাত আদায় করবেন। ঈদগাহ মাঠে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার মো. আশরাফুজ্জামান, সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ও পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।