রান্নাঘরে বিস্ফোরণ/ মারা গেলেন পরিবারের ৪ জনই
- সংবাদ প্রকাশের সময় : ১১:১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
রাজধানীর ভাটারায় একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণে দগ্ধ গৃহবধূও মারা গেছেন। মৃতের নাম- রকসি আক্তারও (২০)। এ ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের ৪ জনই মারা গেছেন।
রোববার (১৬ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম এ বিষয়ে বলেন, রাজধানীর ভাটারা থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ একই পরিবারের ৪ জনকে হাসপাতালে নিয়ে অঅসা হয়। রেনাববার (১৬ জুন) ভোরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রকসি আক্তারের।
তিনি বলেন, এ ঘটনায় গত বুধবার শিশু আয়ান মারা যায়। এরপর বৃহস্পতিবার ছোট মেয়ে ফুতু আক্তার এবং শনিবার (১৫ জুন) দুপুরে মারা যায় বৃদ্ধ আব্দুল মান্নান।
এর আগে গত সোমবার সন্ধ্যায় ভাটারা এলাকার এভারকেয়ার হাসপাতালের পাশের একটি ভবনের নিচতলার রান্নাঘরে এই বিস্ফোরণের ঘটে। এতে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়। তাদের দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়।