‘আক্রান্ত হলে পাল্টা জবাব দেবে বাংলাদেশ, প্রস্তুত আছি,
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনাকে কেন্দ্র করে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আক্রান্ত হলে পাল্টা জবাব দেবে বাংলাদেশ। আমরা প্রস্তুত আছি।
শনিবার (১৫ জুন) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুর কাদের বলেন, সেন্টমার্টিন ইস্যুতে বাংলাদেশ যুদ্ধ চায় না। মিয়ানমার বারবার আকাশসীমা লঙ্ঘন করলেও সরকার ধৈর্য ধারণ করেছে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন থাকা অবস্থায় এ নিয়ে খোঁজ নিয়েছেন। সাবধান করেছেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গা সমস্যা দিন দিন আরো প্রকট হচ্ছে। রোহিঙ্গাদের নিয়ে ডোনাল্ড লু কী বললেন, তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। বাংলাদেশ চলবে তার নীতিমালা ও সংবিধান অনুযায়ী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মিয়ানমারের সরকারের সাথে কোনো বৈরিতা নেই। আলাপ-আলোচনার দরজা খোলা। যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে; আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং করে যাবো।