২১ জুন দিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি জুনে দ্বিতীয়বারের মতো ভারত সফরে যাবেন। এবার দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ২১ জুন দেশটিতে সফরের কথা রয়েছে তার।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর ৩ দিনের হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক আগামী ২২ জুন আয়োজনের প্রস্তুতি চলছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাওয়ার বিষয়টি দুই দেশের রাজনৈতিক পরিমণ্ডলে চূড়ান্ত হয়েছিলো। যদিও চীন গত বছরের দ্বিতীয়ার্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেইজিং নিতে উন্মুখ হয়ে আছে।
চলতি মাসের ৮ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে দিল্লি সফরে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ গ্রহণের পর দুই দেশের দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে উভয় নেতাই একে অপরকে সফরের আমন্ত্রণ জানান। এর ফলে আবারো অল্প সময়ের মধ্যেই দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাচ্ছেন।