ঢাকা সফরে আসছেন মোদি!
- সংবাদ প্রকাশের সময় : ০১:২২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে পারেন। নতুন মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদির এটা হবে প্রথম কোনো দেশে দ্বিপক্ষীয় সফর।
এর আগে ২০১৫ ও ২০২১ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন নরেন্দ্র মোদী। সংবাদমাধ্যম এবিপি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক গভীর করার লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুন মাসের শেষের দিকে বাংলাদেশে আসতে পারেন।
ভারতে নতুন সরকার গঠনের পর জুনে ভারত সফরে যাওয়ার কথা ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু পরিকল্পনায় কিছু রদবদল আনা হয়েছে। বরং মোদিই জুনের শেষ দিকে ঢাকা সফরে আসতে পারেন। এমনটা বলা হচ্ছে।
ভারতের নরেন্দ্র মোদি যদি চলতি মাসেই বাংলাদেশে আসেন তাহলে তা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীনে সফরের আগে। যা কূটনৈতিক সম্পর্কে বিশেষ বার্তা দেয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। জুলাইয়ের প্রথম দিকে বেইজিং সফযে যেতে পারেন সরকারপ্রধান।