পীরগাছায় চাঁদ দেখা গেছে, ঈদ ১৭ জুন
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
জিলহজ মাসের চাঁদ দেশের আকাশে দেখা গেছে। এর ফলে আগামী ১৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। শুক্রবার (৭ জুন) রাতে এ কথা জানিয়েছেন কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান।
এর আগে বায়তুল মোকাররমের ইসলামি ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান।
তিনি জানান, শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় রংপুর বিভাগের পীরগাছায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
এর আগে বৃহস্পতিবার (৬ জুন) সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। শুক্রবার (৭ জুন) আরবি বর্ষপঞ্জিকার ১২তম এই মাসের প্রথম দিন। সেই হিসেবে আগামী ১৫ জুন মধ্যপ্রাচ্যের দেশটিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। তার পরদিন ১৬ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।