সংবাদ শিরোনাম ::
পবিত্র হজ ১৪ জুন শুরু
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১১১ বার পড়া হয়েছে
জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৪ জুন পবিত্র হজ পালন করা হবে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর এই ঘোষণা দিয়েছেন দেশটির সৌদির সুপ্রিম কোর্ট। ফলে আগামী ১৬ জুন দেশটিতে ঈদুল আজহা পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, বৃহস্পতিবার (৬ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সেই অনুযায়ী ১৪ জুন (শুক্রবার) থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ করতে প্রায় ১২ লাখ মুসল্লি এরইমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। গত বছর যা ছিলো ১৮ লাখের কিছু বেশি।