সংবাদ শিরোনাম ::
‘বঙ্গবন্ধুর ঘাতকরাই ৭ মার্চ-৭ জুন পালন করতে দেয়নি’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।
ছয় দফা দিবস উপলক্ষ্যে শুক্রবার (৭ জুন) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষ তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ছয় দফার ভিত্তিতে ১১ দফা স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত। ১৯৬২ সালে পাক-ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিলো না। এই ৬ দফা আমাদের ইতিহাসের বাক পরিবর্তন করেছে।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের পর ৭ জুন, ৭ মার্চ এই সব দিবস নিষিদ্ধ করে দওয়া হয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত।
এর আগে, ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।