সংবাদ শিরোনাম ::
‘আওয়ামী লীগ বৃক্ষরোপণ করে, আর বিএনপি-জামায়েত কাটে’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করে। আর বিএনপি-জামায়েত আন্দোলনের নামে লাখ লাখ গাছ কাটে।
বুধবার (৫ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নয়ন প্রকল্পে পরিবেশ রক্ষার ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রকল্পে যত গাছ কাটা পড়বে তার তিন গুণ গাছ লাগাতে হবে।
শেখ হাসিনা আরও বলেন, ঘূর্ণিঝড় রেমাল অতীতের সব ঝড়ের থেকে ভিন্ন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের নতুন দুর্যোগ প্রতিরোধী ঘর বানিয়ে দেয়া হবে। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গাছ লাগাতে হবে।