সরকারি অফিসের সময় বাড়ল এক ঘন্টা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩২:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন অফিস সময়সূচি পরিবর্তন করা করেছে মন্ত্রিসভা। সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ঈদের পর প্রথম কর্মদিবস থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস।
আরও পড়ুন : কোরবানির পশুর চামড়ার দাম বাড়লো
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি প্রতিষ্ঠান এখন থেকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চলবে। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি। এছাড়া সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার থাকছে আগের মতোই ।
আরও পড়ুন : বিচারক ছুটিতে, পিছিয়ে গেল মামলার রায়
এর আগেও সরকারি কর্মীরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতেন। কিন্তু ২০২২ সালের ২৪ আগস্ট থেকে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয়ে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি পরিবর্তন করে সরকার। দুই মাসের বেশি সময় অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে।
আরও পড়ুন : আফতাবনগরে বসছে না কোরবানির পশুর হাট
এরপর ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলছিলো।