এমপি আনার হত্যা/ মামলার তদন্ত কর্মকর্তা এডিসি শহিদুরকে বদলি
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এডিসি শহিদুরকে বদলি করা হয়েছে। একই সাথে আরও ২০ কর্মকর্তাকে বদলি করা হয়।
আরও পড়ুন : বিবস্ত্র করে র্যাগিং, তিন ছাত্রলীগ কর্মী বহিষ্কার
রোববার (২ জুন) পুলিশ সদর দপ্তরের এক আদেশে এডিসি শাহিদুর রহমানকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন শাহিদুর রহমান। তিনি বর্তমানে ডিবির টিমের সসাথে নেপালে রয়েছেন। এর আগে গত ২৬ মে ভারতেও যান ডিবির টিমের সাথে। একই প্রজ্ঞাপনে এডিসি শাহিদুরসহ ২১ কর্মকর্তাকে বদলি করে পুলিশ সদর দপ্তর।
উল্ল্যেখ, চলতি বছরের ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান এমপি আনোয়ারুল আজীম আনার। পরে সেখানে তিনি নিখোঁজ হন। একপর্যায়ে ১৩ মে তার হত্যার খবর জানায় ভারতীয় প্রশাসন।