সংবাদ শিরোনাম ::
ঘূর্ণিঝড় রেমালে ২০ জেলায় ক্ষতি ৬ হাজার ৮৮০ কোটি টাকা
দেবব্রত দত্ত
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের ২০ জেলায় ৬ হাজার ৮৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (২ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঘূর্ণিঝড় রেমালের সার্বিক বিষয় নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, গত ২৬ মে বাংলাদেশের উপকূলীয় ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ১৬ জনের প্রাণহানি হয়। বেড়িবাঁধ, রাস্তাঘাট, ঘরবাড়ি ও সামাজিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এই ক্ষতির হিসাব শুধু দুর্যোগ মন্ত্রণালয়ের। রোববার (৯ জুন) আন্তঃমন্ত্রণালয় সভায় ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করা হবে।