সংবাদ শিরোনাম ::
সলঙ্গা গণহত্যাকে জাতীয় দিবস স্বীকৃতিতে হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
২৭ জানুয়ারি সলঙ্গা গণহত্যাকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সেই সাথে গণহত্যা সংঘঠিত স্থানে স্মৃতি স্তম্ভ নির্মাণের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২ জুন) সলঙ্গা গণহত্যাকে জাতীয় দিবস ঘোষণা চেয়ে এক রিটের শুনানি নিয়েবিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদ উদ্দিন। আর রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গা হাটে ১৯২২ সালের ২৭ জানুয়ারি গণহত্যা সংঘঠিত হয়। মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের নেতৃত্বে আন্দোলনরত জনতার ওপর নির্বিচারে গুলি চালায় ব্রিটিশ পুলিশ। তাতে কয়েক’শ মানুষ নিহত হয়।