সংবাদ শিরোনাম ::
‘বেনজীর গ্রেপ্তার হবে কিনা আদালত তা দেখবেন’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কেউ যদি দুর্নীতি সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর বেনজীরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয়। রাজধানীর ধানমন্ডিতে শুক্রবার (৩১ মে) দুপুরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: মাদারীপুরে হিন্দুদের জমি জোর করে সস্তায় কেনেন বেনজীর
এ সময় ওবায়দুল কাদের বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার হবেন কিনা তা দুদকের মামলার পরে আদালত দেখবেন। সরকার দুর্নীতিবাজদের যথাযথ বিচার করছে। সরকার বিচার করছে কিনা সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত।
তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিলো। তাদের মুখে গণতন্ত্রের বুলি, ভূতের মুখে রাম নামের মতো। তারা দুর্নীতি-লুটপাটের শিরোমণি।