ভিকারুননিসায় ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলই থাকবে। একইসাথে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২১ মে) এই রায় ঘোষণা করেন।
আদালতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম। আইনজীবী শামীম সরদার রিট আবেদনকারী দু’জন অভিভাবকের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন আদালত।
চলতি বছরের ১৪ জানুয়ারি ভর্তি ইচ্ছুক দুই শিক্ষার্থীর অভিভাবক রিট করেন। তাদের অভিযোগ, নির্দিষ্ট বয়সের বাইরে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।
এরপর একই বছরের ২৩ জানুয়ারি হাইকোর্ট রুল জারিসহ ভর্তি বাতিলের আদেশ দেন। এরপর মাউশির নির্দেশনায় প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে কর্তৃপক্ষ। পরে ভর্তি বাতিলের বৈধতা নিয়ে আরেকটি রিট করেন ১৩৬ জন অভিভাবক। এ নিয়ে গত ২৫ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। পৃথক রুলের একসাথে শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করে দেন হাইকোর্ট।