সংবাদ শিরোনাম ::
মার্শাল আর্ট শিক্ষার্থীদের সংবর্ধনা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে মার্শাল আর্ট শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ মে) বিকালে কেরানীগঞ্জ প্রেসক্লাবের পাশে একটি মাঠে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের পরিচালক মো. আকতার হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন-ফাইট স্কুলের সভাপতি আসরারুল হাসান আসু।
আর বিশেষ অতিথি ছিলেন-কেরানীগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও আনন্দ টেলিভিশনের কেরানীগঞ্জ প্রতিনিধি আশিক নূর, জাতীয় ক্যারাতে মাষ্টার মেহেদী হাসান মুকুল প্রমুখ।
উল্লেখ্য, শিশুদের নিজের আত্মরক্ষা কৌশল ও শারীরিক গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে নায়ক রুবেল প্রতিষ্ঠিত ইয়ং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুল।