ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৬ জন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:১২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহ এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৮৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৬ জন শিক্ষার্থী। এ বছর এক লাখ ১৯ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পাস করেছে এক লাখ এক হাজার ৩৫৮ জন।
জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৬ জন। বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৪৩৭ জন, মানবিক বিভাগে ৬১৮ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ১২১ জন জিপিএ-৫ পেয়েছে। এবারও জিপিএ-৫ ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। পাঁচ হাজার ৯৫২ জন ছেলে ও ৭ হাজার ২২৪ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষাবোর্ডের অধিনে জেলা ওয়ারী পাসের হার ময়মনসিংহে ৮৪ দশমিক ৩৭ শতাংশ, জামালপুরে ৮৯ দশমিক ০৯ শতাংশ, নেত্রকোনায় ৮২ দশমিক ৩৯ শতাংশ এবং শেরপুরে ৮৩ দশমিক ২২ শতাংশ । এ বছর ৮০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
ফলাফল ঘোষণার পরপরেই উচ্ছ্বাসে মাতেন শিক্ষক-শিক্ষার্থীরা। ময়মনসিংহ জিলা স্কুল থেকে এবছর ২৭৭জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫৮জন পরীক্ষার্থী। ফলাফল ঘোষণার পরপরেই স্কুলে এসে আনন্দে মাতেন শিক্ষার্থীরা। তারা জানান, বরাবরের মতোই এবছর তাদের স্কুল ভালো ফলাফল করায় উচ্ছ¡সিত। এ অর্জন আগামীদিনের শিক্ষার্থীরাও ধরে রাখবে।
প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক রোকন উদ্দিন বলেন, ২৭৭জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৮জনের জিপিএ ৫সহ সবাই পাস করেছে। আমরা আশা করছি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আরও ১০ থেকে ১২জনের জিপিএ ৫ আসবে। তবে আমাদের শতভাগ পাসের হার আমরা ভবিষ্যতেও ধরে রাখতে চাই।