সংবাদ শিরোনাম ::
রিজার্ভ চুরির মামলায় প্রতিবেদন দাখিল পেছালো
আদালত প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। নতুন তারিখ আগামি ৯ জুলাই ধার্য করেছেন আদালত।
সোমবার (৬ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। এদিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত প্রতিবেদন দাখিলের নতুন এই তারিখ ঠিক করেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ একটি মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।