সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুরে ঝড়ে দেয়াল ভেঙে ঘুমিয়ে থাকা নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুরে কালবৈশাখী ঝড়ের সময় একটি ভবনের দেয়াল ভেঙে পাশের টিনশেড ঘরে পড়ে ঘুমিয়ে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম-রেশমা নামে। এ ঘটনায় তিন শিশুসহ ৭ জন আহত হয়েছে।
রোববার (৫ মে) রাত ১০টা দিকে এ ঘটনা ঘটেছে। মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এর সত্যততা নিশ্চিত করেন।
আহতরা হলো- চার বছর বয়সী শিশু রুহান, ৭ বছরের রাহাত, ৯ বছরের রাফি, রুমা, লিমা, লুৎফা, ফারুক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রোববার (৫ মে) রাত ১০টার দিকে রাজধানীতে তীব্র কালবৈশাখী ঝড় শুরু হয়। সেই সাথে শিলাবৃষ্টি। এ সময় মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে একটি ভবনের নির্মাণ করা দেয়াল ঝোড়ো বাতাসে ভেঙে পাশের টিনশেড ঘরে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় রেশমা নামে নারীরর মৃত্যু হয়।