জি কে শামীমের জামিন নিয়ে প্রতারণা
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা করা হয়েছে। এর ফলে তার আইনজীবী নিখিল কুমার সাহা আগামী এক সপ্তাহ কোন মামলায় লড়তে পারবেন না। এমন আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ প্রদান করেন। একই সাথে জি কে শামীমের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ এপ্রিল) জি কে শামীমের জামিনের আদেশ কার্যতালিকার ৪ নম্বর ছিলেঅ। যা দেখে অবাক হন প্রধান বিচারপতি। তিনি বলেন, এটি কীভাবে আদেশের জন্য আসে? এর শুনানিই হয়নি। এরপর আইনজীবীকে এজলাসে ডাকেন প্রধান বিচারপতি। জিজ্ঞেস করেন, ‘এটা কি করে হলো?’ এর কোনো সদুত্তর দিতে পারেননি ওই আইনজীবী । পরে নিখিল কুমারকে এক সপ্তাহ মামলা না লড়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি।
এর আগেও জি কে শামীমের জামিন ঘিরে প্রতারণা ঘটেছিল হাইকোর্টে। ২০২০ সালের মার্চ মাসে প্রতারণার আশ্রয় নিয়ে হাইকোর্ট থেকে জামিন পান বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীম। পরে জানা যায়, আগে করা জামিন আবেদনে জিকে শামীমের পুরো নাম উল্লেখ করা হয়নি।