গভীর নলকূপে পড়ে যুবকের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পূর্ব নেজামপুর গ্রামের গভীর নলকূপে পড়ে যাওয়ার ৫ ঘণ্টা পর এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম-রনি বর্মণ (২৫)।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। রনি বর্মণ নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের চৈতন্য বর্মনের ছেলে।
স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন রনি বর্মণ নেজামপুর এলাকার একটি পরিত্যক্ত গভীর নলকূপের পাশে ঘুরাঘুরি করছিলেন। নলকূপের ঢাকনা না থাকায় সে পাইপের মধ্যে পড়ে নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে খবর দিলে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।
নাচোল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এমদাদুল হক বলেন, বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার কাজ শুরু করি। পরে আমাদের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট।
নাচোল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, শুক্রবার বিকেলে রনি বর্মণের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।