সংবাদ শিরোনাম ::
আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে
আবাও বাড়লো হিট অ্যালার্টের মেয়াদ। এর ফলে নতুন করে ৩ দিন যোগ হিট অ্যালার্ট। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর তেকে এই তথ্য জানোনা হয়েছে।
সারা দেশের তাপমাত্রা মঙ্গলবারের চেয়ে বুধবার (২৪ এপ্রিল) কিছুটা বেড়েছে। এপ্রিল মাসে তাপপ্রবাহ কমার কোন সম্ভাবনা নেই। এই তাপপ্রবাহ মে মাসের ২ থেকে ৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের দু’এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও শিলাবৃষ্টি হতে পারে।