বেনজীর আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে দুদক চেয়ারম্যান, সচিবসহ ৪ জনকে বিবাদী করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী সালা উদ্দিন রিগ্যান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হবে।
এ বিষয়ে দু’দকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, তারা রিটের কপি হাতে পেয়েছেন। তাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে রোববার (২১ এপ্রিল) বেনজীর আহমেদের দুর্নীতির অভিযোগের তদন্ত ও আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন।
চিঠিতে বলা হয়েছে, বেনজীর আহমেদ ৩৪ বছর সাত মাস চাকরি করেন। এরপর অবসরে যান ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর। অবসরের পর দেখা যায়, বেনজীর আহমেদের স্ত্রী ও মেয়েদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। যা তার আয়ের তুলনায় অসম। লিখিত আবেদনে সাবেক আইজিপির দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়েছেন সুমন। এর পাশাপাশি দুদক কোনো ব্যবস্থা না নিলে, উচ্চ আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন।